ISL 2020-21 | SC East Bengal And ATK Mohun Bagan Team Squad: ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের টিম প্রোফাইল

2020-11-17 9

২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল (ISL 2020-21)। চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ২০১৯ আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান (ATK Mohun Bagan) এবং কেরল ব্লাস্টার (Kerala Blasters)। এবছর সপ্তম বছরে পা দিল ইন্ডিয়ান সুপার লিগ। এবারের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ইস্টবেঙ্গলের খেলা। স্পনসর-সহ একাধিক কারণে ইস্টবেঙ্গলের কাছে আইএসএল বাধা হয়ে দাঁড়ায়, অবশেষে সমস্যা সমাধানে এগিয়ে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। শ্রী সিমেন্ট স্পনসর হিসেবে এগিয়ে আসায় আইএসএলে খেলা নিশ্চিত হয় শতাব্দী প্রাচীন ফুটবল দল ইস্টবেঙ্গলের।

#ISL2020 #SCEastBengalTeamSquad #ATKMohunBaganTeamSquad